মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত "ইউজিসি বঙ্গবন্ধু শেখ মুজিব ফেলোশিপ - ২০২১" মনোনয়ন এর জন্য কমিশন কর্তৃপক্ষ কর্তৃক গঠিত কমিটিতে সদস্যপদে নির্বাচিত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
১৫ জুন (মঙ্গলবার) এই কমিটির তালিকা প্রকাশ করে ইউজিসি। ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ্কে আহ্বায়ক করে ১১ সদস্যের এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
উক্ত কমিটিতে সদস্যপদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীসহ আরও আছেন ইউজিসির ৫ জন সদস্য। তারা হলেন প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, প্রফেসর ড. মো. আবু তাহের।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বিশ্বজিৎ ঘোষ, ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-উর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান এবং সদস্য সচিব হিসেবে ইউজিসির রিসাপা জনাব মো. কামাল হোসেন।
এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, এটা ব্যক্তি এমরান কবির চৌধুরীকে দেওয়া হয়নি। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দেওয়া হয়েছে। যেটা আগে কাউকে দেওয়া হয়নি। এটার পুরোপুরি ক্রেডিট কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের সবার।
সময় জার্নাল/এমআই